পীরগঞ্জে ৮৭ পিচ ইয়াবা ও অন্যান্য মামলায় আসামী আটক৫
মোস্তফামিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদকসেবন কারী,মাদক ব্যবসাহী, সাজাপ্রাপ্ত আসামী,নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী ও গ্রেপ্তার চলছে।
পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জন আসামিকে গ্রেফতার করেন পীরগঞ্জ থানা পুলিশ,৪নং কুমেদপুর ইউনিয়নের বাজেশিবপুর উত্তরপাড়া গ্রামের মুত রিয়াজ উদ্দিনের পুত্র নজরুল ইসলাম কে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন পীরগঞ্জ থানার পুলিশের এসআই লোকেশ চন্দ্র ও এসআই কাইয়ুম এর ফোর্সের সহায়তায় দুইজন আসামীকে গ্রেফতার করেন ।
আরো গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বক্কর সিদ্দিক ও এএসআই মিঠুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর টু ছোট ঘোলা গামী পাকা রাস্তার উপর হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়বিক্রয় করার সময় একজন আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেপ্তার কৃতরা হল রামনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত মমদেল হোসেনের পুত্র লিটন মিয়া কে এসময় লিটনের হাতে ৩৬ (ছত্রিশ) পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি পুরাতন SYMPHONY 130 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করে পুলিশ ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন,মাদকদ্রব্য, জুয়ারী,ঘুষ, বাল্য-বিবাহ, নারী নির্যাতন সহ বিভিন্ন ধারণের অনিয়মের বিরুদ্ধে পুলিশ অভিযান চলোমান থাকবে, আমার থানার পুলিশ বাহিনী একযোগে কাজ করছে। আইনের উর্ধে কেউ না, আইন সবার জন্যই সমান, অপরাধীকে আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করায় পুলিশের কাজ । এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ৫ জন আসামী কে আদালতে প্রেরণ করেন।